সোমবার (২৭ মার্চ) দিনগত রাতে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মজিবুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (২৭) ও একই এলাকার নুরুল হকের ছেলে শামীম (২৬)।
নোয়াখালী ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান ভূঁইয়া বাংলানিউজকে জানান, রাতে মোটরসাইকেলে করে শিল্পকলা একাডেমি এলাকা পার হচ্ছিলেন জাহাঙ্গীর ও শামীম। এসময় সন্দেহ হওয়ায় ডিবি পুলিশ তাদের থামিয়ে দেহ তল্লাশি করে। একপর্যায়ে একটি বিদেশি পিস্তল ও গুলি পাওয়ায় তাদের আটক করা হয়।
আটক দু’জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এসআই