পুলিশের একটি সূত্র সুরতহাল রিপোর্ট সম্পর্কে বলেন, দুজনের শরীরের সঙ্গেই আত্মঘাতী বোমার বেল্ট বাঁধা ছিল। বেল্টের সঙ্গে বাঁধা বোমার বিস্ফোরণের (ব্লাস্ট) কারণেই তাদের মৃত্যু হয়েছে।
অন্য মৃতদেহটি পুরুষের। সে-ও প্রায় একই বয়সের যুবক। দুজনের শরীরই ছিল ক্ষতবিক্ষত।
পুলিশের এই সূত্রটি আরও জানান, মৃতদেহ দুটির বেশিরভাগ অংশই পুরে অঙ্গার হয়ে গেছে। দুজনের চুলও পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, অভিযানের প্রথম দিনের বিস্ফোরণেই তাদের মৃত্যু হয়েছে। কারণ দুটি লাশ থেকেই উৎকট দুর্গন্ধ ছড়াচ্ছিল।
দুটি লাশকেই অজ্ঞাতপরিচয় হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। তবে মেয়েটির নাম মর্জিনা বলে ধারণা করা হচ্ছে।
সোমবার সন্ধ্যায় ঘটনাস্থলেই সুরতহাল পরীক্ষা সম্পন্ন করার পর দুটি মৃতদেহই মেডিকেলের ফ্রিজারে রাখা হয়।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এমএন/জেএম