সাজিদ কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার তালিয়াপাড়ার সাগর খানের ছেলে। রাজাশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সাজিদ পরিবারের সঙ্গে পূর্ব রাজাশন এলাকায় ভাড়া থাকতো।
স্থানীয়রা জানায়, সাজিদ সকালে রাজাশন-বিরুলিয়া আঞ্চলিক সড়কে বাইসাইকেল চালাচ্ছিল। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
ঘাতক ট্রাক ও চালককে আটক করার চেষ্টা চলছে। এছাড়া এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এসআই