মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১২টায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু'র কাছে এ সংক্রান্ত চেক হস্তান্তর করা হয়।
প্রতিষ্ঠান দু’টির মধ্যে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড দিয়েছে ৪ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৪৮৪ টাকা ৩০ পয়সা।
চেক হস্তান্তর অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর ফাইন্যান্স ডিরেক্টর জাহিদুল ইসলাম মিল্লাত, হিউম্যান রিসোর্স ডিরেক্টর কুনাল শর্মা, কোম্পানি সচিব কাজী মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর ডিজি এম গোলাম হায়দার, ম্যানেজার জসিম উদ্দিন আহমেদ, সিবিএ সভাপতি নাছির উদ্দিন আহমদ শাহ, সেক্রেটারি সাদিকুর রহমান উপস্থিত ছিলেন।
শ্রমিক আইনের বিধান অনুযায়ী, শ্রমিক কল্যাণ ফান্ডে প্রতি অর্থবছর কোম্পানিগুলোর মোট লাভের ৫ শতাংশ শ্রমিকদের কল্যাণে ব্যয় করতে হবে। এরই ধারাবাহিকতায় এ চেক দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এসএম/জেডএস