মঙ্গলবার (২৮ মার্চ) সকালে শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি, মাটিরাঙ্গা, রামগড় ও রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের খাগড়াছড়ি শাখার সভাতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক অংকমং মারমা, মাটিরাঙ্গা পৌরসভার প্রতিনিধি জাহাঙ্গীর আলম খান, রামগড় পৌরসভার প্রতিনিধি শাহ আলম প্রমুখ।
মানববন্ধন শেষে একই দাবিতে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এমজেএফ