কুমিল্লাঃ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও সাবেক কাউন্সিলর মো. খলিলুর রহমান মজুমদারের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলিও করা হয়।
বাংলানিউজকে খলিলুর রহমান মজুমদার জানান, হামলার সময় তিনি বাড়িতে ছিলেন না। হামলাকারীরা তার খোঁজ করেছে।
তাকে না পেয়ে তার জীপের গ্লাস ভাঙচুর করেছে, টায়ার কেটে দিয়েছে। কয়েক রাউন্ড ফাঁকা গুলিও করেছে।
খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
জেডএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।