সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইনমন্ত্রী/ছবি: কাশেম হারুন
ঢাকা: হরকাতুল জিহাদের (হুজি) নেতা ‘মুফতি’ হান্নানসহ তিন জঙ্গির প্রাণভিক্ষার আবেদন আইন মন্ত্রণালয় পৌঁছেছে।
মঙ্গলবার (২৮ মার্চ) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের কাজ শেষে এটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এসএটি/ওএইচ/এমজেএফ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।