বরখাস্ত শিক্ষক অধ্যাপক ড. মো. রিয়াজুল হকের পক্ষে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া মঙ্গলবার (২৮ মার্চ) ঢাবি কর্তৃপক্ষ বরাবর এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, ৪৮ ঘণ্টার মধ্যে সামায়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার না করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত ২৭ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অধ্যাপক ড. মো. রিয়াজুল হককে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়।
এ অধ্যাপকের বিরুদ্ধে উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাসের মধ্যে ‘অশ্লীল চিত্র’ দেখানোর অভিযোগ করেছিলেন।
জ্যোর্তিময় বড়ুয়া জানান, কি কারণে অধ্যাপক রিয়াজুল হককে বরখাস্ত করা হয়েছে সে বিষয়ে এখনো তিনি অন্ধকারে। তাকে কেবল ২৭ ফেব্রুয়ারির সাময়িক বরখাস্তের আদেশ ৭ মার্চ দেওয়া হয়েছে। এর বাইরে আর কিছু জানা নেই।
কোনো প্রকার স্বাভাবিক অভিযোগ ছাড়া তাকে বরখাস্ত করা হয়েছে। তাই এটা অবৈধ। এ কারণে তার বরখাস্তের আদেশ প্রত্যাহার করতে হবে।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
ইএস/আরআইএস/এএ