এবার চলছে লাশ দুটির ডিএনএ সংগ্রহের কাজ।
কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ বলেন, লাশগুলোর অবস্থা ক্ষতবিক্ষত।
আর ডিএনএ টেস্ট করা হচ্ছে ডা. শামসুল আলমের নেতৃত্বে। একাজে তার সঙ্গে আরো রয়েছেন ডা. নাদিয়া শারমীন ও অন্য একজন চিকিৎসক।
ওসি জানান, যথারীতি লাশের ডিএনএ এবং ভিসেরা সংগ্রহ করা হবে। এছাড়া আতিয়ামহল থেকে আরো দুটি লাশ আসবে কিছুক্ষণের মধ্যে।
এর আগে পুলিশের একটি সূত্র জানিয়েছিল, মৃতদেহ দুটির বেশিরভাগ অংশই পুরে অঙ্গার হয়ে গেছে। দুজনের চুলও পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, অভিযানের প্রথম দিনের বিস্ফোরণেই তাদের মৃত্যু হয়েছে। কারণ দুটি লাশ থেকেই উৎকট দুর্গন্ধ ছড়াচ্ছিল। দুটি লাশকেই অজ্ঞাতপরিচয় হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। মেয়েটির নাম মর্জিনা বলে ধারণা করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এমএন/জেএম
** যা ছিল দুই নারী-পুরুষ জঙ্গির সুরতহাল রিপোর্টে