টাঙ্গাইল: টাঙ্গাইলে ছয় মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল করিম সুজন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- দেলদুয়ার উপজেলার এলাসিন গ্রামের অনিল (২৮), ফতেপুর গ্রামের সুজন (৩২), সদর উপজেলার অলোয়া গ্রামের কামরুল (৩০), কাগমারী গ্রামের রুবেল (২৮), হারুন (৩২) ও দাইন্যা গ্রামের মজিবর (৩০)।
টাঙ্গাইল র্যাব-১২’র কোম্পানি কমান্ডার বীণা রাণী দাস বাংলানিউজকে জানান, সকালে কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছয় মাদকসেবীকে আটক করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এনটি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।