মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে লালমনিরহাট রংপুর মহাসড়কের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়।
আটক যুবকরা হলেন- কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার শান্তিডাঙ্গা এলাকার শরিফুল ইসলামের ছেলে ট্রাক চালক রবিউল ইসলাম (৩৫) ও একই এলাকার জালাল মণ্ডলের ছেলে সহকারী চালক হেলাল মণ্ডল (২৫)।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় সন্দেহজনকভাবে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাকে তল্লাশি করা হয়। এসময় ১০০ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এনটি