মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার ভুলতা গাউছিয়া কাপড়ের বাজারের সামনের ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামিদা বেগম কুমিল্লা জেলার দাউদপুর থানার বেসেন্দী এলাকার স্বপন মিয়ার স্ত্রী।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ইন্সপেক্টর শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে কাপড় নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক পার হচ্ছিলেন হামিদা বেগম। এসময় যশোর থেকে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্বামী স্বপন মিয়া জানান, তাদের দু’জনের রোজগারের টাকায় ছেলে মেয়েদের লেখাপড়া ও সংসার খরচ চলতো।
জানা যায়, প্রতি সপ্তাহে সোম ও মঙ্গলবার ভুলতা গাউছিয়া এলাকায় বৃহত্তর কাপড়ের বাজার বসে। এ বাজারে পুরুষ কাপড় ব্যবসায়ীর চেয়ে নারী কাপড় ব্যবসায়ীর সংখ্যা বেশি।
দুর্ঘটনার পর গাড়ির চালক আলী আকবরকে আটক করেছে পুলিশ। তিনি যশোর জেলার সদর উপজেলার সাখারীগাথি এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ২৮ মার্চ, ২০১৭
আরএ