সাতক্ষীরা: মুক্তিপণের দাবিতে সুন্দরবন থেকে তিন জেলেকে অপহরণ করেছে দস্যু জোনাব বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (২৮ মার্চ) ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বৈকেরী খাল থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃত জেলেরা হলেন-শ্যামনগর উপজেলার মজাননগর ইউনিয়নের মীরগাং গ্রামের মৃত আজিবক্স গাইনের ছেলে আকবর, রাশেদুল ও আব্বাস।
পার্শেখালী গ্রামের মৃত আজিমুদ্দীন গাজীর ছেলে রমজান আলী মঙ্গলবার দুপুরে বন থেকে ফিরে জানান, কৈখালী বন অফিস থেকে অনুমতি নিয়ে তারা কয়েকজন বৈকারী খালে মাছ ধরছিলেন।
এ সময় তার তিন সহযোগীকে তিন লাখ টাকা মুক্তিপণের দাবিতে জোনাব বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়।
এ ব্যাপারে সহকারী বন সংরক্ষক মাকছুদুল আলম বাংলানিউজকে জানান, জেলে অপহরণের বিষয়ে তাকে কেউ কিছু জানায়নি।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ২৮ মার্চ, ২০১৭
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।