মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল বের করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে সমাবেশে মিলিত হয়।
এতে জোটের সমন্বয়ক কাসিব মুন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন- তুহিন ত্রিপুরা, ছহুল আহমেদ মুন্না, জয়ন্ত জয় ও রাকিবুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, জঙ্গিবাদের সমাধানে প্রয়োজন সামাজিক প্রতিরোধ। মাদ্রাসা ও ইংরেজি মিডিয়ামের কিছু শিক্ষার্থী সম্প্রতি এ কাজে জড়িয়ে পড়ছে যা, উদ্বেগের বিষয় বলেও বলেন বক্তারা।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এসআরএস/জেডএস