ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

গাছ থেকে পড়ে আহত স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
গাছ থেকে পড়ে আহত স্কুলছাত্রের মৃত্যু ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ার ধুনটে গাছ থেকে পড়ে আহত হওয়ার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলাম সজিব (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালের দিকে ঢাকায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।

নিহত সজিব উপজেলার বিলচাপড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

সে সোনাহাটা দি নিউ আই ওপেনার কেজি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলো।

ওই স্কুলের পরিচালক শাহ আলম বাংলানিউজকে সজিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শরিফুল ইসলাম সজিব মায়ের সঙ্গে সোনাহাটা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতো। বাবা মালয়েশিয়া থাকেন। গত ১৯ মার্চ (রোববার) বিকেলে বাসার পাশে একটি সাজিনা গাছে উঠে সাজিনা পাড়ার সময় ডাল ভেঙে মাটিতে পড়ে গুরুতর আহত হয় সজিব।

পরে তাকে উদ্ধার করে প্রথমে বগুড়ায় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি ক্লিনিকে স্থানান্তর করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮ মার্চ) সকালের দিকে সজিবের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এমবিএইচ/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।