মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে মেঘনা নদীর বাতিরঘাট ও কাদিরপণ্ডিতের হাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. আব্বাস, মাইন উদ্দিন, আবদুল করিম, মো. লোকমান ও আকতার হোসেন।
কমলনগরের কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার গিয়াস উদ্দিন বাংলানিউজকে বলেন, অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয় প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল। আটক জেলেদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি পর্যন্ত মেঘনা নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ আইন আমন্য করলে জেল-জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
জিপি/জেডএস