এর আগে মরদেহ দু’টি লাশঘর থেকে মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১২টায় লাশকাটা ঘরে (মর্গে) আনা হয়।
ডিএনএ সংগ্রহ শেষে ব্রিফিংয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, মরদেহ দু’টির ডিএনএ সংগ্রহ শেষ হয়েছে।
ওই বাড়ি থেকে কাওসার ও মর্জিনা নামে দু’জনের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে বলেও জানান তিনি।
ডিএনএ টেস্ট করা হয় ডা. শামসুল আলমের নেতৃত্বে। এ কাজে তার সঙ্গে আরও ছিলেন ডা. নাদিয়া শারমীন ও অন্য একজন চিকিৎসক।
আতিয়ামহল থেকে আরও দুটি মরদেহ কিছুক্ষণের মধ্যে আসবে বলেও জানান ওসি।
এর আগে পুলিশের একটি সূত্র জানায়, মরদেহ দু’টির বেশিরভাগ অংশই পুড়ে অঙ্গার হয়ে গেছে। দু’জনের চুলও পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, অভিযানের প্রথম দিনের বিস্ফোরণেই তাদের মৃত্যু হয়েছে। কারণ দু’টি মরদেহ থেকেই উৎকট দুর্গন্ধ ছড়াচ্ছিল।
**দুই নারী-পুরুষ জঙ্গির লাশের ডিএনএ সংগ্রহ চলছে
** যা ছিল দুই নারী-পুরুষ জঙ্গির সুরতহাল রিপোর্টে
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এমএন/এএ