ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ১০ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
না’গঞ্জে ১০ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বুড়িগঙ্গ‍া নদীর সোয়ারি ঘাট থেকে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করেছেন পাগলা কোস্টগার্ড স্টেশন সদস্যরা।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা কোস্টগার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সায়ীদ এম কাসেদ বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বুড়িগঙ্গা নদীর সোয়ারি ঘাট থেকে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

যার মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

পরে পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জের পরিদর্শক তানজিনা আক্তারের উপস্থিতিতে পলিথিনগুলো ধ্বংস করা হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।