লালমনিরহাটের বিদ্যুৎ বিতরণ বিভাগের মূল গ্রিডে আগুন-ছবি: বাংলানিউজ
লালমনিরহাট: লালমনিরহাট জেলার বিদ্যুৎ বিতরণ বিভাগের মূল গ্রিডের ১৩৩ কেভিতে আগুন লাগায় পুরো জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে সদর উপজেলার সাপটানায় অবস্থিত মূল গ্রিডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে হঠাৎ মূল গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় পুরো জেলায় বিদ্যুৎ বিতরণ বন্ধ রয়েছে।
লালমনিরহাট পল্লী বিদ্যুৎ বিভাগের ব্যবস্থাপক রেজ্জাকুল ইসলাম বাংলানিউজকে জানান, ক্ষয়ক্ষতি নিরুপণ করা যায়নি। পাটগ্রামের একটি লাইনে সমস্যার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দুই/তিন ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ সংযোগ সচল করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।