ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ঝালকাঠি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
ঝালকাঠি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ঝালকাঠি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন,ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন ভাতা, পেনশন সুবিধাসহ সব সরকারি সুবিধা সরকারের রাজস্ব তহবিল থেকে দেওয়ার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন হয়েছে।

পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের আয়োজনে এ কর্মসূচিতে জেলার ঝালকাঠি ও নলছিটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মঙ্গলবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, ঝালকাঠি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি ম. আবু হানিফ, সদস্য সচিব মো. নুরুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কর্মকর্তা-কর্মচারীদের মাসের পর মাস বেতন হচ্ছে না। এ কারণে জেলার দু’টি পৌরসভার শতাধিক কর্মকর্তা-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। বেতন-ভাতা পরিশোধসহ তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

মানববন্ধন শেষে সেখান থেকে একটি মিছিল জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে বের করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবার একটি স্মারকলিপি পেশ করেন সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এমএস/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।