জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় গাড়িগুলো দিচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। প্রতিটি গাড়ির সঙ্গে ১টি পানির জার, ২টি পানির জগ, ১২টি পানির গ্লাস, ১২টি স্যুপ বাটি, ১২টি স্যুপ বল, ১২টি স্যুপ চামচ, ১টি পেল্ট র্যাক, ১টি সুপারবিন, ২টি ছুরি, ২টি কারি চামচ, ১টি চামচ, ১টি ফ্রাইপ্যান, ১টি কড়াই, ১২টি চা চামচ, ১২টি চায়ের কাপ, ২টি কাঠের চপচসহ মোট ২৪ ধরনের সরঞ্জাম বিনামূল্যে দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে অশ্বিনী কুমার হলে পথখাবার বিক্রেতাদের হাতে গাড়িগুলো তুলে দেন বিসিসি’র মেয়র মো. আহসান হাবিব কামাল।
বিসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, ক্যাবের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার দত্ত, বিসিসি’র ভ্যাটেরিনারি চিকিৎসক ডা. মো. রবিউল ইসলাম।
গত বছরের ২২ নভেম্বর ১০৮ জনের মধ্যে প্রথম পর্যায়ে বিনামূল্যে নিরাপদ পথখাবার বিক্রির গাড়ি হস্তান্তর করা হয়। এর আগেই ৮ নারীসহ ২৩০ জনকে দু’দিনব্যাপী নিরাপদ খাবার তৈরি ও পরিবেশনের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।
বিতরণ করা এসব গাড়িগুলোর জায়গা আগে থেকেই নির্ধারণ করা হয়েছে, যার বেশিরভাগই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পার্কের সামনে বসবে বলে জানিয়েছেন বিসিসি’র ভ্যাটেরিনারি চিকিৎসক মো. রবিউল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এমএস/এএসআর