মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
এতে যশোরের আটটি পৌরসভার শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
আন্দোলনকারীরা বাংলানিউজকে বলেন, প্রায় ২২ মাস ধরে সারাদেশের মতো যশোরের আটটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে। এছাড়াও অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীরা পেনশন সুবিধা পান না। এর ফলে কর্মকর্তা-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে।
এ সংকটের নিরসনে অবিলম্বে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা দেওয়া জোরালো দাবি জানান কর্মকর্তা-কর্মচারীরা।
সংগঠনের নেতারা জানান, দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৫ এপ্রিল ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এরপরও দাবি আদায় না হলে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচির ঘোষণা আসবে।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
ইউজি/এমজেএফ