ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বরগুনায় নদী দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
বরগুনায় নদী দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন বরগুনায় নদী দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন

বরগুনা: বরগুনার খাকদোন নদী ও ভাড়ানী খাল অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করে পানি প্রবাহের সচলতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে বরগুনার সদর রোডে “সিটিজেন জার্নালিস্ট টিম” বরগুনা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বরগুনা প্রেসক্লাব, বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি, বরগুনার পরিবেশ আন্দোলন কমিটি, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের বরগুনা শাখা, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও এনজিও কর্মীসহ বরগুনার নানা শ্রেণী-পেশার সহস্রাধীক স্থানীয় অধিবাসী অংশগ্রহণ করে।

মানববন্ধন চলাকালীন বক্তারা বরগুনার খাকদোন নদী ও ভাড়ানী খাল অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করে খালের নাব্যতা ফেরানোর পাশাপাশি পানি প্রবাহের সচলতা নিশ্চিত কারা জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-বরগুনা জেলা এনজিও ফোরামের সভাপিত আবদুল মোতালেব মৃধা, সমাজ কর্মী শুখরঞ্জন শীল, মনির হোসেন কামাল, জেলা মহিলা পরিষদের সভানেত্রী নাজমা বেগম, মহিলা সংগঠনের সভানেত্রী মাহফুজা বেগম, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু, বরগুনা পৌরসভার কাউন্সিলর রইসুল আলম রিপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ২৮ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।