মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে রেলওয়ে স্টেশন চত্বর থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে আন্তঃনগর ট্রেনের বিভিন্ন গন্তব্যের ১৬টি টিকিট পাওয়া যায়।
আটক ব্যক্তিরা হলেন- শহরের উত্তার মৌড়াইলের কালু মিয়া প্রকাশ ওরফে প্রকাশ নিশি কালু, আবুল কালাম ও ধীরাজ মিয়া।
রেলওয়ে পুলিশ আখাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. পারভেজ আলম চৌধুরী বাংলানিউজকে জানান, দুপুরে ক্রেতা সেজে ওই তিনজনের কাছ থেকে টিকিট কেনা হয়। পরে তাদের কাছে আরও টিকিট আছে নিশ্চিত হয়ে আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
আরবি/