ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে নির্মাণাধীন কারাগার পরিদর্শনে আইজি প্রিজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
কিশোরগঞ্জে নির্মাণাধীন কারাগার পরিদর্শনে আইজি প্রিজন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নির্মাণাধীন নতুন জেলা কারাগার পরিদর্শন করেছেন কারা মহাপরিদর্শক (আইজি, প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের বিশ্বরোড মোড়ে নির্মাণাধীন কারাগার পরিদর্শন করেন তিনি। এসময় তিনি গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের সুষ্ঠুভাবে ও দ্রুতগতিতে কাজ শেষ করার নির্দেশ দেন।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (স্বার্বিক) তরফদার মো. আক্তার জামীল, কিশোরগঞ্জ কারাগারের জেল সুপার মো. বজলুর রশীদ, কিশোরগঞ্জ কারাগারের জেলার মো. বাহারুল ইসলামসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জে নির্মাণাধীন নতুন জেলা কারাগার পরিদর্শন শেষে দুপুরে জামালপুর যান আইজি প্রিজন।  

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।