ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বিসিসির ৬ ওয়ার্ড কাউন্সিলর বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
বিসিসির ৬ ওয়ার্ড কাউন্সিলর বরখাস্ত বরিশাল সিটি করপোরেশন। ছবি: বাংলানিউজ

বরিশাল: নাশকতাসহ বিভিন্ন মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ছয়টি ওয়ার্ডের ছয়জন কাউন্সিলরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাদের এ বরখাস্তাদেশ জারি করা হয়।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বলেন, সিটি করপোরেশন আইন- ২০০৯ এর ১২-১ উপধারায় উল্লেখ আছে যাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা আছে তাদের সাময়িক বরখাস্ত করা যাবে। এ ধারা অনুযায়ী উল্লেখিত কাউন্সিলরদের বিরুদ্ধে মামলা থাকায় এবং অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় এ বরখাস্তের আদেশ দেওয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব (সিটি করপোরেশন শাখা-১)  মো. মাহমুদুল আলম ২৭ মার্চ আদেশে স্বাক্ষর করেন।

বরখাস্ত হওয়া কাউন্সিলররা হলেন- ৭ নম্বর ওয়ার্ডের (কাউনিয়া ব্রাঞ্চ এলাকার) সৈয়দ আকবর হোসেন,  ৯ নম্বর ওয়ার্ডের (কাঠপট্টি এলাকার) মো. হারুন অর রশীদ, ১৮ নম্বর ওয়ার্ডের (বটতলা এলাকার) মীর একেএম জাহিদুল কবীর, ২৪ নম্বর ওয়ার্ডের (রূপাতলী এলাকার) মো. ফিরোজ আহমেদ, ২৫ নম্বর ওয়ার্ডের (রূপাতলী বাসস্ট্যান্ড এলাকার) মো. জিয়াউদ্দিন সিকদার ও ২৬ নম্বর ওয়ার্ডের (হরিনাফুলিয়া এলাকার) কাউন্সিলর মো. ফরিদ উদ্দিন আহমেদ।

এ বিষয়ে ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ফরিদ উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, তিনি সাময়িক বরখাস্তের বিষয়টি মৌখিকভাবে শুনেছেন, তবে চিঠি পাননি।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এমএস/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।