ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

রাবিতে তিনদিনব্যাপী চারুশিল্প প্রদর্শনী শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
রাবিতে তিনদিনব্যাপী চারুশিল্প প্রদর্শনী শুরু রাবিতে তিনদিনব্যাপী চারুশিল্প প্রদর্শনী শুরু। ছবি: বাংলানিউজ

রাবি (রাজশাহী): চিত্রশিল্প এমন একটা জিনিস, যার ভেতর দিয়ে মানুষ প্রথম মনের ভাব প্রকাশ করতে শিখেছে। ভাষা শেখারও আগে মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য ছবি আঁকতে শিখেছে।

তখনকার ছবি হয়তো এ রকম ছিল না, কিন্তু প্রতিকৃতি এঁকে মানুষ তার আকাঙ্ক্ষার কথা, মনোবাসনার কথা প্রকাশ করতো।

মঙ্গলবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী চারুশিল্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিশিষ্ট সাহিত্যিক জুলফিকার মতিন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে বরেন্দ্র আর্ট সোসাইটি এই প্রদর্শনীর আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোস্তাফিজুর রহমান, চিত্রকলা প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর তালুকদার ও রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রেজাউল ইসলাম।

বরেন্দ্র আর্ট সোসাইটির আহ্বায়ক মো. তারিক হাসান বাংলানিউজকে জানান, এই সংগঠনের সদস্যদের তৈরি করা প্রায় ৫০টি শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই তিনদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী চলবে।

তিনি আরো বলেন, প্রথমবারের মতো আমরা এই প্রদর্শনীর আয়োজন করেছি। আগামীতে প্রতিবছরই এমন প্রদর্শনীর আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
 
প্রসঙ্গত, ২০১৬ সালের ১৮ আগস্ট যাত্রা শুরু করে রাজশাহীর বরেন্দ্র আর্ট সোসাইটি।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।