ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
নালিতাবাড়ীতে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ নালিতাবাড়ীতে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে ছাত্র দুইটির বাবা ও নানা মো. আব্দুল জলিল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ ছাত্ররা হলো- উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে আল-মাহমুদ হৃদয় (১২) ও আলমগীর হোসেনের ছেলে রিফাত হাসান (৬)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে এবং দক্ষিণ বিশগীরিপাড়া কেরাতুল কোরআন মাদ্রাসার প্রথম ও তৃতীয় শ্রেণির ছাত্র।

আব্দুল জলিল জানান, সোমবার (২৭ মার্চ) সকালে স্থানীয় দক্ষিণ বিশগীরিপাড়া কেরাতুল কোরআন মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে হৃদয় ও রিফাত বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তারা নিখোঁজ হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফসিহুর বাংলানিউজকে রহমান জানান, দুপ‍ুরে নিখোঁজ শিশুদের পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ তাদের সন্ধানে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।