ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ভিডিও ও ছবিতে ‘বিধ্বস্ত’ আতিয়া মহল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
ভিডিও ও ছবিতে ‘বিধ্বস্ত’ আতিয়া মহল বিধ্বস্ত আতিয়া মহল

গুলিতে ঝাঁঝরা দেয়াল। দেয়ালের এখানে সেখানে গর্ত। উড়ে গেছে জানালার কাচ। বেঁকে গেছে গ্রিলও। ভবন প্রাঙ্গণ, সংলগ্ন রাস্তায় পড়ে রয়েছে গুলি ও বোমার খোসা। 

বাংলানিউজের ক্যামেরায় এভাবেই উঠে এসেছে বিধ্বস্ত আতিয়ামহলের এই মুহূর্তের চিত্র। বাংলানিউজের ক্যামেরায় এভাবেই উঠে এসেছে বিধ্বস্ত আতিয়ামহলের এই মুহূর্তের চিত্র।                     <div class=

" src="http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/Pic-1-bg20170328164904.jpg" style="border-style:solid; border-width:1px; margin:1px; width:100%" />
৫ তলা ভবনটির প্রথম তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত তুমুল লড়াইয়ের চিহ্ন। উড়ে গেছে জানালার কপাট, ভেঙে গেছে কাচ। বোমার তীব্রতায় এমনকি বেঁকে গেছে লোহার গ্রিলও। আতিয়া মহল যেন কোনো যুদ্ধবিধ্বস্ত ভবন।  বাংলানিউজের ক্য‍ামেরায় এভাবেই উঠে এসেছে অভিযানের পরে বিধ্বস্ত আতিয়া মহলের চিত্র
বিধ্বস্ত অাতিয়া মহল সংলগ্ন স্থানেও ধ্বংসযজ্ঞের চিহ্ন সুস্পষ্ট। আতিয়া মহল সংলগ্ন এই টিনের বাড়ি। জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে আতিয়া মহলের পাশাপাশি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এই টিনের বাড়িটিও।  বাংলানিউজের ক্যামেরায় এভাবেই উঠে এসেছে অভিযান পরবর্তী বিধ্বস্ত আতিয়া মহলের এই চিত্রজঙ্গিরা ভবনটির প্রবেশমুখ দখল করে রাখায় আতিয়া মহলের দেয়াল ভেঙে সেখানে প্রবেশ করেন সেনা কমান্ডোরা। ছবিটিই যেন সাক্ষ্য দিচ্ছে জঙ্গিদের দমনে কতটা ঝুঁকি নিয়েছিলেন সেনা কমান্ডোরা।  বাংলানিউজের ক্যামেরায় এভাবেই উঠে এসেছে বিধ্বস্ত আতিয়ামহলের এই মুহূর্তের চিত্র।  গুলিতে উড়ে গেছে আতিয়া মহলের জানালাগুলোর কপাট, উড়ে গেছে জানালাগুলোর কাচও। বুলেটের তোড়ে ঝাঁঝরা দেয়ালটাই যেন সাক্ষ্য দিচ্ছে তীব্র লড়াইয়ের। .জঙ্গিদের সঙ্গে সেনা কমান্ডোদের লড়াইয়ের ছাপ আতিয়া মহলের সর্বত্র। ভবন প্রাঙ্গণ এবং সংলগ্ন রাস্তায় এখানে সেখানে পড়ে রয়েছে খালি বুলেট, বোমার খোসা। বাংলানিউজের ক্যামেরায় এভাবেই উঠে এসেছে বিধ্বস্ত আতিয়ামহলের এই মুহূর্তের চিত্র।
আতিয়া মহল সংলগ্ন রাস্তায় পড়ে থাকা গুলির খোসা।

আরও পড়ুন
** আতিয়া মহলে ফের বিকট শব্দ (ভিডিও)
** আতিয়া মহলে উদ্ধার ২ মরদেহের ডিএনএ সংগ্রহ
** এই নারী কি সেই নারী?
** ‘আতিয়া মহলে নারীসহ ৪ জঙ্গি নিহত, অভিযান শেষ হয়নি’
** থেমেছে গুলি বিস্ফোরণ, শেষের পথে ‘অপারেশন টোয়ালাইট’
** ‘অপারেশন টোয়ালাইট’, ছবিতে সর্বশেষ অবস্থা (২)

** সিলেটে জঙ্গি হামলায় হতাহতের ঘটনায় মামলা
** ২ জঙ্গি নিহত, আছে আরও, অভিযান চলবে
** রাতেও বিস্ফোরণ, গুলির শব্দ, উৎকণ্ঠায় শিববাড়ি এলাকা
** প্যারা-কমান্ডোদের ‘অপারেশন টোয়ালাইট’র খণ্ডচিত্র

** আতিয়া মহলে নিহত দুই জঙ্গি
** আতিয়া মহলে অভিযান চলবে
** সিলেটে অভিযানস্থলে থেমে থেমে সংঘর্ষ
** জঙ্গি আস্তানার কাছে বিস্ফোরণে ২ পুলিশসহ নিহত ৫, আহত ৩২
** অভিযানস্থলের কাছে বোমা বিস্ফোরণে নিহত ২, আহত ৩৫
** অভিযানস্থলের কাছে বোমা বিস্ফোরণে পুলিশসহ নিহত ২
** বোমা বিস্ফোরণে আহত যুবকের হাসপাতালে মৃত্যু
** জঙ্গি আস্তানায় প্যারা-কমান্ডো সদস্যরা
** বেসরকারি কোম্পানির নামে ফ্ল্যাট ভাড়া নেয় জঙ্গিরা
** সিলেটে অভিযানে যাচ্ছে সোয়াট টিম
** সিলেটে পৌঁছেছে সোয়াট টিম
** জঙ্গি আস্তানার চার পাশে অবস্থান সোয়াট টিমের
** আত্মসমর্পণে সাড়া দিচ্ছে না জঙ্গিরা
** জঙ্গি আস্তানায় সোয়াট টিমের অভিযান
** জঙ্গি আস্তানার সামনে দুই অ্যাম্বুলেন্স
** হাতকড়া পরিহিত একজনকে বের করেছে সোয়াট
** অভিযানস্থলে ক্রেন-জেনারেটর, এসেছে ফায়ার সার্ভিস
** ‘অপারেশন টোয়ালাইট’, ছবিতে শিববাড়ি এলাকার সর্বশেষ চিত্র


বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এএটি/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।