ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

নাটোরে এসিড দগ্ধ ২ নারীকে পুলিশের অনুদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
নাটোরে এসিড দগ্ধ ২ নারীকে পুলিশের অনুদান নাটোরে এসিডে দগ্ধ দুই নারীকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা-ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরে এসিডে দগ্ধ দুই নারীকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে পুলিশ প্রশাসন।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ মুনীরুজ্জামান ভূইয়া।

অনুদানপ্রাপ্ত দুই নারী হলেন- সিংড়া উপজেলার শালিখা গ্রামের আঞ্জুয়ারা বেগম ও নলডাঙ্গা উপজেলার বাঙ্গালপাড়া হলুদঘর গ্রামের আসমা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন- নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল হাসনাত, নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন ও সম্পাদক আল মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।