মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার সাওঘাট এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটক শাহাদাতের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কালিপুর এলাকায়।
নরসিংদী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান বাংলানিউজকে জানান, ১০ দিন আগে রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকার আজিজ গাজীর বাড়িতে তুলা ব্যবসায়ী পরিচয় দিয়ে দু’টি দোকান ভাড়া নেন শাহাদাত। কিন্তু তুলা ব্যবসার আড়ালে গাঁজার পাইকারি ব্যবসা করে আসছিলেন তিনি। খবর পেয়ে দুপুরে নরসিংদী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল তার দোকানে অভিযান চালায়। এসময় ১২টি বস্তায় প্রায় ২শ’ কেজি গাঁজা পাওয়ায় শাহাদাতকে আটক করা হয়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এসআই