এতে জেলার সব পৌর কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
পরে তারা জেলা প্রশাসকের কাছে একদফা দাবিতে স্মারকলিপি পেশ করেন।
বর্তমানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভার নিজস্ব তহবিল থেকে বেতন পাচ্ছেন। তবে এ ক্ষেত্রে নিয়মিত বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন।
অনেক পৌরসভার এসব কর্মকর্তা-কর্মচারী দিনের পর দিন বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন-যাপন করছেন। মানববন্ধন কর্মসূচি থেকে আগামী ৩ এপ্রিল বিভাগীয় সমাবেশ ও স্মারকলিপি প্রদানের কর্মসূচিও ঘোষণা করা হয়।
এর পরও দাবি মানা না হলে কর্মবিরতিসহ আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুমকি দেন বক্তারা।
মানববন্ধন চলাকালে রাজশাহী জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি রোকমুজ্জামান টিটু ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ আরও অনেকে বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এসএস/জেডএম