পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে সুমন সরদার (১৬) নামে এক কিশোরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে বিষয়টি জানান কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন।
তিনি জানান, দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই স্কুলছাত্রীকে কলাপাড়া পৌর শহরের অফিস মহল্লা এলাকায় বসে উত্ত্যক্ত করে সুমন।
এসময় স্থানীয় জনতা তাকে ধরে থানায় নিয়ে আসে। পরে সহকারী কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র দাস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে সুমনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এমএস/এএটি/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।