ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে পদ্মা থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
দৌলতপুরে পদ্মা থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার    

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদী থেকে তিনা খাতুন (৭২) নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত তিনা খাতুন উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর হালদারপাড়া গ্রামের মোকছেদ দফাদারের স্ত্রী।

স্থানীয় জনগণ ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজ মণ্ডল জানান, সোমবার দুপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে আর বাড়ি ফিরে আসেননি তিনা।

অনেক খোঁজখুঁজি করেও তার সন্ধান পাচ্ছিল না পরিবার। পরে মঙ্গলবার সকালে স্থানীয় জেলেরা নদীতে তিনার মৃতদেহ ভাসতে দেখে তার বাড়িতে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা গিয়ে মৃতদেহ উদ্ধার করে।  
 
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।