ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

মাটি দিয়েই সংস্কার হলো কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়ক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
মাটি দিয়েই সংস্কার হলো কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়ক মাটি দিয়েই সংস্কার হলো কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়ক

কুষ্টিয়া: সংস্কারের অভাবে দিনদিন নষ্ট হয়ে যাচ্ছে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কটি। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।

কখনো কখনো গর্তের মধ্যে চাকা পড়ে ভেঙে যাচ্ছে যানবাহন, খুলে যাচ্ছে চাকা এমন ছোট-খাট সড়ক দুর্ঘটনা যেন এই মহাসড়কের নিত্যদিনের ঘটনা। তার সঙ্গে রয়েছে বিকট শব্দ।

রাতে এই সড়ক দিয়ে যানবাহন যাওয়া-আসা করলে কেঁপে ওঠে আশপাশের এলাকা। আর বৃষ্টি হলে তো কথায় নেই। বৃষ্টির পানি জমে যায় রাস্তায়। স‍ৃষ্টি হয় ছোট-বড় গর্তের। মানুষের দুর্ভোগ কিছুটা কমানোর জন্য এলাকার সাধারণ মানুষ মাটি দিয়েই ভরাট করেছে রাস্তার খানা-খন্দ।

মঙ্গলবার (২৮) সকালে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের কচুবাড়ীয়া এলাকায় এমন চিত্রই চোখে পড়ে।
 
মাটি দিয়েই সংস্কার হলো কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কস্থানীয় আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, রাস্তার এই বেহাল দশা কেউ দেখে না। রাস্তায় গাড়ি চললে বিকট শব্দ হয়, যখন তখন ঘটে দুর্ঘটনা। সে জন্য স্থানীয়রা একত্র হয়ে মাটি দিয়েই রাস্তাটি ভরাট করেছেন।

তিনি আরো জানান, সরকারিভাবে যারা রাস্তা সংস্কার করতে আসেন তারা যেভাবে সংস্কার করেন তা একবার বৃষ্টি হলেই নষ্ট হয়ে যায়।

স্থানীয় রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, রাস্তাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাতে কোন গাড়ি গেলেই শব্দে ঘুম ভেঙে যায়। তাছাড়া প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা তো ঘটছেই। সড়ক বিভাগের চোখে পড়ে না এগুলো। তারা মাঝে মধ্যে রাস্তা মেরামত করলে সে রাস্তা ৩ দিনের বেশি টেকে না। পিস-পাথর দিয়ে মেরামতের চেয়ে মাটি দিয়ে ভরাট করাই ভালো। তাতেও কিছুটা কাজ হবে। এজন্য এলাকাবাসী মাটি দিয়েই রাস্তার গর্ত ভরাট করেছেন। কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের বেহার দশা
 
সরোজমিন ঘুরে দেখা গেছে, কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে মিরপুর তালতলা থেকে মহদীপুর পর্যন্ত রাস্তার প্রায় জায়গাতেই পুটিং করা। গর্ত আর ছোট ছোট ভাঙায় যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, রাস্তাটির নিচের অংশটা খুবই দুর্বল হয়ে গেছে যে কারণে রাস্তাটি মেরামত করা হলেও বেশিদিন স্থায়ী হয় না। তবে খুব শিগগিরই রাস্তাটি সংস্কার করা হবে। আশা করছি আগামী সপ্তাহ থেকে এর কাজ শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ২৮ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।