ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁও পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
ঠাকুরগাঁও পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ঠাকুরগাঁও পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

ঠাকুরগাঁও: চাকরি জাতীয়করণ ও পেনশন ভাতা চালুর দাবিতে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (২৮ মার্চ) ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এরআগে, পৌরসভা চত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি ও পৌর সচিব রাশেদুল আলম, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, হাবিব মোহাম্মদ হাসানুর রহমান পাপ্পু প্রমুখ।

বক্তারা সরকারি কোষাগার থেকে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীর বেতন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়াও প্রতিটি চাকরি জাতীয়করণ ও পেনশন ভাতা চালুর দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭৩
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।