ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

রামগতিতে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
রামগতিতে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

লক্ষ্মীপুর: ডাকাতি, হত্যা ও অস্ত্রসহ ৯ মামলার পলাতক আসামি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার জাহাঙ্গীর বাহিনীর সদস্য ফজলুকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন।

তিনি জানান, ফজলুর বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও অস্ত্রসহ নয়টি মামলা রয়েছে।

দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার সৈয়দ মৌলভীর বাজার সংলগ্ন স’মিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি দেশীয় এলজিও পাওয়া যায়। গ্রেফতার ফজলু উপজেলার চর আফজল গ্রামের জাহাঙ্গীর ডাকাতের ছেলে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।