মঙ্গলবার (২৮ মার্চ) পৌরসভার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, শাহিনুর রহমান শিপলু, আব্দুর রাজ্জাক প্রমুখ।
বক্তরা জানান, মাসের পর মাস বেতন না পাওয়া, পিএফ ও গ্রাচ্যুইটি খাতে প্রাপ্য টাকা জমা না হওয়া, পেনশন সুবিধা বাতিল করা এবং অনেক পৌরসভায় জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন না করায় পৌর কর্মকর্তা-কর্মচারীরা দুর্বিষহ জীবন যাপন করছে। এ কারণে বেতনসহ সকল আর্থিক সুবিধা রাষ্ট্রীয় কোষাগার দেওয়ার দাবি জানান বক্তরা।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এনটি