ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে শাশুড়ি হত্যার দায়ে জামাতাকে যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
মানিকগঞ্জে শাশুড়ি হত্যার দায়ে জামাতাকে যাবজ্জীবন মানিকগঞ্জে শাশুড়ি হত্যার দায়ে জামাতাকে যাবজ্জীবন

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড গ্রামে শাশুড়িকে হত্যার দায়ে জামাতা রোমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান খান আসামি রোমানের উপস্থিতিতে এ আদেশ দেন।

রোমান মানিকগঞ্জ পৌরসভাধীন বেউথা গ্রামের শরীফ মিয়ার ছেলে।

এছাড়া মামলার অপর পলাতক আসামি পলাশকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৯ এপ্রিল রাতে গিলন্ড গ্রামে শ্বশুর বাড়িতে রোমানের সঙ্গে স্ত্রী উর্মি আক্তারের ঝগড়া হয়। এ সময় ঊর্মির মা নাজমা বেগম প্রতিবাদ করলে তাকে ছুরিকাঘাত করেন রোমান।  

গুরুতর আহত নাজমাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর ২১ এপ্রিল রাতে নাজমা মারা যান।  

ওই দিনই নাজমার স্বামী আবুল কালাম বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় রোমান ও তার বন্ধু পলাশসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে ২০১৫ সালের ৩১ জানুয়ারি রোমান ও তার বন্ধু পলাশকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র ( চার্জশিট ) দাখিল করে।

রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি অ্যাডভোকেট আবদুস সালাম, অতিরিক্ত পিপি মথুরনাথ সরকার ও আসামিপক্ষে অ্যাডভোকেট খলিলুর রহমান।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
আরআর/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।