মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা খাজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য হাবিবর রহমান।
এছাড়া অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক প্রতুল চন্দ্র সরকার, শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দবিবুর রহমান, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারী ডাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম শেফা, আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন ইউনিয়নের চারশ ৯৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে উফসী ও নেরিকা জাতের আউশ ধানের বীজ ও সার এবং আগাছা দমনে নগদ অর্থ বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এমবিএইচ/এএটি/আইএ