মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে চাষিদের হাতে এসব পাট বীজ তুলে দেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস।
জেলা পাট অধিদপ্তর আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অজিত কুমার রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সাহিদা আক্তার মিতা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল করিম ও গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস প্রমুখ।
পাট বীজ বিতরণ অনুষ্ঠানে গুরুদাসপুর উপজেলার এক হাজার চাষিকে এক হাজার ৬৫০ কেজি তুষা জাতের পাট বীজ ও ১০০ কেজি দেশীয় জাতের পাট বীজ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
আরবি/