ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

গুরুদাসপুরে এক হাজার চাষিকে পাট বীজ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
গুরুদাসপুরে এক হাজার চাষিকে পাট বীজ বিতরণ

নাটোর: উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাট বীজ উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের আওতায় নাটোরের গুরুদাসপুর উপজেলায় এক হাজার চাষির মধ্যে পাট বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হলরুমে চাষিদের হাতে এসব পাট বীজ তুলে দেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস।

জেলা পাট অধিদপ্তর আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- জেলা পাট উন্নয়ন কর্মকর্তা  অজিত কুমার রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সাহিদা আক্তার মিতা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল করিম ও গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস প্রমুখ।

পাট বীজ বিতরণ অনুষ্ঠানে গুরুদাসপুর উপজেলার এক হাজার চাষিকে এক হাজার ৬৫০ কেজি তুষা জাতের পাট বীজ ও ১০০ কেজি দেশীয় জাতের পাট বীজ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।