ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

পরকীয়ার জেরেই স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
পরকীয়ার জেরেই স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার জের ধরেই স্ত্রী রেশমা বেগমকে (২৭) শ্বাসরোধ ও ছুরিকাঘাত করে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশে মাটিতে পুঁতে রাখা হয় বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত স্বামী হাজিদ মিয়া।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্তার হোসেনের আদালতে এ জবানবন্দি দেন তিনি।

এর আগে সোমবার উপজেলার ছোট দড়িকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হাজিদ মিয়া ছোট দড়িকান্দি এলাকার সোলেমান মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদশাহ আলম বাংলানিউজকে জানান, ১৮ মার্চ সকালে ছোট দড়িকান্দি খালপাড় এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

মরদেহ উদ্ধারের একদিন পর নাম-পরিচয় পাওয়া যায়। নাম-পরিচয়ের ভিত্তিতে তদন্ত করে পুলিশ ওই নারীর স্বামী হাজিদ মিয়াকে গ্রেফতার করে।

অভিযুক্ত হাজিদ মিয়া নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্তার হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি তার স্ত্রী রেশমা বেগমকে হত্যা করেছেন বলে শিকার করেন।

জাহিদ মিয়া জানান, ১২ বছর আগে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার উদম মধুপুর এলাকার আবুল হোসেনের মেয়ে রেশমা আক্তারকে বিয়ে করেন হাজিদ। বিয়ের পর থেকেই রেশমা অন্য এক পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পরেন।

হাজিদ বিষয়টি জানতে পেরে বাধা দিলেও রেশমা তার কথা শুনতো না। এ নিয়ে প্রায় সময়ই তাদের মধ্যে বাক-বিতণ্ডা হতো। এর জের ধরেই হাজিদ ১৫ মার্চ শ্বাসরোধ করে ও ধারালো অস্ত্র দিয়ে পেটে
আঘাত করে রেশমাকে হত্যা করেন। হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশে ছোট দড়িকান্দি খালপাড় এলাকায় মাটির নিচে পুঁতে রাখেন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ২৮ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।