ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ি ইউএনও কার্যালয় ঘেরাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
পলাশবাড়ি ইউএনও কার্যালয় ঘেরাও পলাশবাড়ি ইউএনও কার্যালয় ঘেরাও

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইএনও) কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছে ভোটাধিকার বাস্তবায়ন কমিটি।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত ঘেরাও ও অবস্থান কর্মসূচিতে উপজেলার সহস্রাধিক মানুষ অংশ নেয়।

পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগ ও ভোটাধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- সাবেক এমপি ও সাবেক আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জল হোসেন সরকার, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম সরকার বাদশা, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, ভোটাধিকার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার প্রধান বিপ্লব, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবহান, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন, শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত, ছাত্রলীগ আহ্বায়ক মেহেদী আজাদ রাসেল প্রমুখ।

বক্তারা বলেন, পলাশবাড়ি উপজেলার পলাশবাড়ী সদর, কিশোরগাড়ী ও বরিশাল ইউনিয়নে দীর্ঘ ১৫ বছর ধরে নির্বাচন না হওয়ায় এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। এছাড়া বিভিন্ন সেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। পৌরসভা বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে মামলার অজুহাতে এসব ইউনিয়নে এক মেয়াদে পাঁচ বছরের জন্য নির্বাচিতরা ১৫ বছর ধরে ক্ষমতায় আছেন। এতে করে ক্ষমতার অপব্যবহার দেখা দিয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে উল্লেখ করে বক্তারা আরও বলেন, শীঘ্রই এসব ইউনিয়নে নির্বাচন না দিলে কঠোর আন্দোলন করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।