মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সম্মেলন কক্ষে এ পুরস্কার দেওয়া হয়।
ছয় বিজয়ী হলেন- ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ওবায়দুল কবীর (মাছরাঙ্গা টেলিভিশন), দ্বিতীয় হয়েছেন জেমসন মাহবুব (৭১ টেলিভিশন), তৃতীয় হয়েছেন এস এম সেকান্দার (একুশে টেলিভিশন)।
প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম হয়েছেন আবু সালেহ রনি (সমকাল), দ্বিতীয় হয়েছেন ফখরুল ইসলাম (প্রথম আলো)। পর্যাপ্ত প্রতিবেদন না থাকায় তৃতীয় পুরস্কারের জন্য বিচারকমণ্ডলী কাউকেই নির্বাচিত করেননি। তবে বিশেষ পুরস্কারের সম্মাননা প্রদান করা হয়েছে মাছরাঙ্গা টেলিভিশনের বদরুজ্জামান বাবুকে।
বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জনকারীকে ৫০ হাজার টাকা, দ্বিতীয় জনকে ৪০ হাজার টাকা ও তৃতীয় জনকে ৩০ হাজার টাকা করে দেওয়া হয়। একইসঙ্গে প্রত্যেককে একটি করে সার্টিফিকেট ও ক্রেস্ট দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, দুদক আগের চেয়ে বেশি সক্রিয়। শুধুমাত্র একটি সরকারি প্রতিষ্ঠান দিয়ে দুর্নীতি নির্মূল হয় না। দুর্নীতি একটি সামাজিকব্যাধি। আমাদের সবার দায়িত্ব দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। শুধু তাই নয়, তরুণ প্রজন্মের কাছে দুর্নীতির কুফল সম্পর্কে জানাতে পাঠ্যপুস্তকে দুর্নীতির কুফল উল্লেখ করতে হবে।
তিনি আরও বলেন, দুর্নীতি শুধু আমাদের সমস্যা নয়, সারাবিশ্বের সমস্যা। আমরা দেখেছি দুর্নীতির কারণে কোনও কোনও দেশের সরকার পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। দুর্নীতির সঙ্গে কখনো আপোস নয়। আমরা অবশ্যই একদিন দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ে তুলতে পারবো।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ চৌধুরী বলেন, সংবাদকর্মীরা দুদকের সহযাত্রী। গণমাধ্যমের কল্যাণে দুদক এগিয়ে যাচ্ছে। যারা দুদক মিডিয়া পুরস্কার পেলেন আমি তাদের উন্নতি কামনা করছি। আগামীতে সবাই দুদক মিডিয়া পুরস্কার পাবেন। গণমাধ্যমকে সঙ্গে নিয়েই সুন্দর একটি দেশ গড়তে চাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর, দুদক সচিব আবু মোহাম্মদ মোস্তফা কামাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এসজে/জেডএস