ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাস খাদে পড়ে আহত ৭

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
আশুলিয়ায় বাস খাদে পড়ে আহত ৭ আশুলিয়ায় বাস খাদে পড়ে আহত ৭-ছবি: বাংলানিউজ

আশুলিয়া,ঢাকা: সাভারের আশুলিয়ায় বাস খাদে পড়ে সাতজন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে আশুলিয়ার মরাগাঙ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম।

তিনি বাংলানিউজকে জানান, বিকেলে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী অভি পরিবহনের (ঢাকা মেট্রো ১৪-০৮৭৭) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নিচে পড়ে যায়।

এতে বাসে থাকা সাতজন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।

বাসটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।