মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। রিফাত উপজেলার বেপারিকান্দি গ্রামের রোকন চৌকিদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রিফাতকে এক হাজার টাকার প্রলোভন দেখিয়ে বাংলাবাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে কাঁঠালবাড়ি ফেরিঘাটে নিয়ে যায় শাকিল। এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে শাকিলকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহরণকারীকে আটক করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বাংলানিউজকে বলেন, অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
আরবি/