মঙ্গলবার (২৮ মার্চ) দিনগত রাতে বিক্ষুদ্ধ ছাত্রীরা উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেন।
হল সূত্র জানায়, হলের প্রধান আবাসিক শিক্ষক লোপা আহমেদ ছাত্রীদের সঙ্গে খুবই খারাপ আচরণ ও আবাসিক ছাত্রীদের নিয়ে বাজে মন্তব্য করেন।
এদিকে, ১৭ মার্চ পুনরায় ওই শিক্ষক হলে দায়িত্ব পালন করতে গেলে আবাসিক শিক্ষার্থীরা বিষয়টি হল প্রাধ্যক্ষ অধ্যাপক মুবিনা খন্দকারকে অবগত করেন। তারপরও ওই শিক্ষক দায়িত্ব পালন থেকে বিরত না থাকায় মঙ্গলবার রাতে হলে বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা। একপর্যায়ে হলের গেট খুলে মিছিল নিয়ে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের বাস ভবনের সামনে অবস্থান নেন তারা। এসময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এক পর্যায়ে অনুমতিক্রমে তারা বাস ভবনে প্রবেশ করে উপাচার্যকে তাদের দাবির বিষয়ে অবগত করেন। উপাচার্য এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা হলে ফিরে যান।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ছাত্রীরা হাউজ টিউটরের অপসারণ নিয়ে অভিযোগ দিয়ে গেছে। আমরা বিষয়টি দেখবো।
বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এসকেবি/এসএনএস