বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রূপসা সেতুর টোল ঘর সংলগ্ন বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জাবুসা গ্রামের ব্যবসায়ী আহাদ আলীর ছেলে।
ওই এলাকার স্থানীয় ব্যবসায়ী আব্দুল্লাহ বাংলানিউজকে জানান, সকালে বাইপাস সড়ক সংলগ্ন ঘর থেকে শিশুটি রাস্তায় চলে আসে। এসময় চুলকাঠি থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা চালকসহ পিকআপটি জব্দ করে পুলিশে দিয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এমআরএম/এএটি/জেডএম