ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় ভ্যান চাপায় শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
খুলনায় ভ্যান চাপায় শিশুর মৃত্যু

খুলনা: খুলনার রূপসা উপজেলায় পিকআপ ভ্যান চাপায় হুসাইন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রূপসা সেতুর টোল ঘর সংলগ্ন বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জাবুসা গ্রামের ব্যবসায়ী আহাদ আলীর ছেলে।

ওই এলাকার স্থানীয় ব্যবসায়ী আব্দুল্লাহ বাংলানিউজকে জানান, সকালে বাইপাস সড়ক সংলগ্ন ঘর থেকে শিশুটি রাস্তায় চলে আসে। এসময় চুলকাঠি থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা চালকসহ পিকআপটি জব্দ করে পুলিশে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এমআরএম/এএটি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।