বুধবার (২৯ মার্চ) বেলা সোয়া ১১টায় র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক মাদক বিক্রেতা শহরের পুরান বগুড়া মোল্লাপাড়ার মো. শাহজাহান আলীর ছেলে।
র্যাব সূত্র জানায়, ২৮ মার্চ (মঙ্গলবার) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়।
মাদক বিক্রেতা একরাম হোসেন বিটুর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও র্যাব সূত্র জানায়।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এমবিএইচ/জিপি/এএ