বুধবার (২৯ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল চত্বরে বারসিক ইনস্টিটিউট অব এ্যাপ্লাইড স্ট্যাডিজ (বিয়াস) এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এ আসরের আয়োজন করে।
প্রকৃতি ও পুষ্টির গল্পের আসরে এসব শাক ও লতা-পাতার ওষুধি ও পুষ্টিগুণ মুগ্ধ হয়ে শুনছিল শিক্ষার্থীরা।
‘এসো প্রকৃতিকে জানি, পুষ্টির গল্প শুনি’ শীর্ষক গল্পের আসরে প্রকৃতি থেকে প্রাপ্ত শাক লতা-পাতার পুষ্টিগুণ তুলে ধরে পুষ্টির ফেরিওয়ালা খ্যাত যুব উদ্যোক্তা রুহুল কুদ্দুস ও বাবর আলী।
এর আগে সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে গল্পের আসরের উদ্বোধন করেন অধ্যক্ষ এ আই চৌধুরী।
এ সময় আরও বক্তব্য রাখেন-সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের উপাধ্যক্ষ ছন্দা সাহা, অভিভাবক শিলা পারভিন, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের আহ্বায়ক আসাদুল ইসলাম, সিনিয়র সদস্য সাঈদুর রহমান, ওমর ফারুক রনি, গবেষণা প্রতিষ্ঠান বারসিকের যুব সংগঠক ফজলুল হক, স্কুল শিক্ষার্থী ওয়াসিমা ও লামিয়া।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৭
আরএ